ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২১:৪৮, ০৪-০৫-১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো লভ্যাংশের পাশাপাশি প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করছে। এর ধারাবাহিকতায় আগামীকাল বেশ কিছু কোম্পানি তাদের পর্ষদ সভার তারিখ নির্ধারন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে- পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি আগামীকাল বিকাল ৩টায় ডিসেম্বর,১৮ শেষ হওয়া সমাপ্ত হিসাব বছরের পর্ষদ সভা করবে। এ সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনার সম্ভাবনা আছে। একই সভায় কোম্পানিটি মার্চ,১৯ শেষে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে।
এছাড়া বিকাল ৩ টায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি), রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় কোম্পানিগুলো মার্চ,১৯ শেষে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে।
অপরদিকে, বিকাল সাড়ে ৩ টায় প্রগতি ইন্স্যুরেন্সের এবং নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, দুই প্রতিষ্ঠান তাদের মার্চ,১৯ শেষে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এর মধ্যে বিকাল ৪ টায় ফু-ওয়াং সিরামিক এবং বিকাল ৫ টায় এসএস স্টিলের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।