ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২২:১৭, ০৪-০৫-১৯
লিভারপুলের বিপক্ষে জাদুকরী মেসির দারুণ দুই গোলে বড় জয় পায় বার্সেলোনা। দলের হয়ে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে লিগ ক্যারিয়ারে ছয়শ’ গোল পূর্ণ করেন। ঘরের মাঠে ৩-০ গোলের জয়ে ফাইনালে এক পা তার দলের। তবে লিভারপুল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে চায়। কারণ লড়াই এখনও শেষ হয়নি। অলরেডস ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তেমনই মনে করেন।
তিনি বলেন, ‘ম্যাচের ফলটাই শুধু আমাদের পক্ষে আসেনি। আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। গোল করার আমাদেরও অনেক সুযোগ ছিল। আমার মতে, বার্সার মাঠে আমরা যদি একটি বা দুটি গোল করতে পারতাম তবে সবাই অন্যভাবে কথা বলতো।’
দ্বিতীয় লেগে তারা বার্সার বিপক্ষে লড়াই করবে বলেও উল্লেখ করেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। ২৭ বছর বয়সী তারকা বলেন, ‘অ্যানফিল্ডে আমাদের অনেক বড় কাজ করে দেখাতে হবে। যদিও আমরা বাস্তববাদী। আমরা প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে আছি। যা আমাদের অজানা নয়।
প্রথম লেগে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হারে লিভারপুল। ম্যাচ শেষে অলরেডস ডিফেন্ডার বলেন, ভাগ্যবান যে প্রতি মৌসুমে মেসির মুখোমুখি হতে হয় না। এবারও মেসি সমীহের কথা জানিয়ে দিলেন তিনি, ‘আমার মতে, মেসি বিশ্বের সেরা ফুটবলার। দশ বছর ধরে মেসি তার প্রমাণ দিয়ে আসছে। তার বিপক্ষে আপনি কেমন মানিয়ে নিতে পারেন এটা দেখার ভালো সুযোগ।’