নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিতঃ ২১:৪৩, ০৩-০৫-১৯
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফনী’ মোকাবিলায় প্রস্তুতি গ্রহন করেছে উপকূলীয় স্বেচ্ছসেবী সংগঠন উপকূল উন্নয়ন ভাবনা। ঘূর্নিঝড় ফনী মোকাবিলায় সংগঠনটি উপকূল স্বেচ্ছাসেবক ফোরাম গঠন করেছে।
স্বেচ্ছাসেবক ফোরামের কো অর্ডিনেটর সংগঠনটির সভাপতি এম সাইফুল ইসলাম ও সাব কো-অর্ডিনেটর ইকবাল হোসেন। ফোরামে মেডিকেল টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিএমএর কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা জেলা সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। মিডিয়া টিমের দায়িত্বে রয়েছেন দৈনিক প্রবর্তনের মফস্বল সম্পাদক হারুন অর রশীদ, রাইজিং নিউজের খুলনা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নূর হাসান জনি, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আশাফুর রহমান কাজল, বাংলা টিভির খুলনা প্রতিনিধি মোঃ অসিম।
দূর্যোগ প্রতিরোধ বিভাগে রয়েছে মোঃ জিয়াউর রহমান ও শিবলী সাদিক । ত্রান ও পূর্নবাসনের দায়িত্বে রয়েছে রিপন বিশ্বাস, সাইফুল্লাহ মানসুর ও সুকন্যা সরদার। অর্থ বিভাগের দায়িত্বে রয়েছেন এম মোস্তফা কামাল।
এছাড়া সাতক্ষীরা জেলার টিম লিডার হিসেবে থাকবেন শেখ ইয়াছিন আলম ও মোঃ আরিফ বিল্লাহ । বাগেরহাটের টিম লিডার নাসিব আহসান রুমি ও তানভীর আহমেদ। খুলনা জেলার টিম লিডার তারিক আল মাহমুদ, কয়রার টিম লিডার আবু ইসাহাক, পাইকগাছার টিম লিডার রুম্মান আহম্মেদ, দাকোপ আল মামুন, বটিয়াঘাটা সিফাতুল্লাহ নাইম, মোরেলগঞ্জ ও শরনখোলার টিম লিডার মোঃ ইউনুস আলী।
স্বেচ্ছাসেবক ফোরামের পৃষ্টপোষক হিসেবে থাকবেন খুলনা সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড গ্লোরিয়া ঝর্না, ইউএনবির খুলনা প্রতিনিধি সাংবাদিক দিদারুল আলম, দৈনিক সময়ের খবরের সাব এডিটর মওলা বক্স, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, যুব মহিলালীগের খুলনা জলো আহবায়ক এ্যাডঃ সেলিনা আক্তার পিয়া, নাগরিক নেতা মোঃ দেলোয়ার হোসেন, সোনালী দিন প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক ইশরাত আরা হীরা ।