৩৩৩-এ কলে জানা যাবে সেহরি-ইফতারের সময়সূচি

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২০:০৮, ০৩-০৫-১৯

পবিত্র মাহে রোজার মাসে যে কোনও মুঠোফোন অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে সেহরি ও ইফতারের সময়সূচি জানা যাবে। সেই সাথে নামাজ, রোজা, যাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসআলা-মাসায়েলও জানা যাবে। আর এজন্য কোনও অর্থের প্রয়োজন নেই। ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নিজাম উদ্দিন জানান, ‘৩৩৩’ নম্বরের মাধ্যমে ২০১৮ সালের পবিত্র রমজান মাস থেকে চালু করা হয় ইসলামিক সেবার তথ্য প্রদান কার্যক্রম। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআইয়ের মাধ্যমে এই কলসেন্টার চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ গত ১২ এপ্রিল ২০১৮ তারিখে এই কলসেন্টার উদ্বোধন করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top