ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৪:৫৯, ০৩-০৫-১৯
স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসছে ‘ফণী’। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে খুলনায় বৃষ্টি শুরু হয়েছে।
শুক্রবার (০৩ মে) দুপুর দেড়টার দিকে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণ মাঝারি বৃষ্টি হওয়ার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস অব্যাহত হয়েছে। দিনভর প্রচণ্ড তাপদাহ শেষে এ বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় রাস্তায় থাকা মানুষজন দ্রুত নিরাপদস্থানের দিকে ছুটতে শুরু করে।
এদিকে বৃষ্টি শুরু হওয়ায় খুলনার উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছার মানুষজনের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। আতঙ্কিত এসব মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে।
খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ফণীর অগ্রভাগের প্রভাবে খুলনায় শুরু হয়েছে বৃষ্টি। একইসঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। এভাবে শুক্রবার মধ্যরাতে ঘূর্ণিঝড় খুলনা অতিক্রম করা পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে।