ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৫:৫০, ০১-০৫-১৯
মহান মে দিবস উপলক্ষে খুলনায় র্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
বুধবার (১ মে) প্রথমে সকাল সাড়ে ৭টায় শ্রম অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি। মহানগরীর নিউ মার্কেট থেকে র্যালীটি শুরু হয়ে শ্রম অধিদপ্তরের গিয়ে শেষ হয়। পরে সকাল ৮টায় আলোচনা সভা ও ১০ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা জেলার পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ, ভারপ্রাপ্ত খুলনা জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন, শ্রম অধিদপ্তর খুলনা উপ -পরিচালক ( পরিচালকের দায়িত্বে) মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শ্রম সংগঠনের নেতা-কর্মীরা।
দিবসটি উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাধারণ সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ।
অপরদিকে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন দিবস পালনে সকাল ৮টায় বাংলাদেশ ব্যাংক মোড় থেকে শোভাযাত্রা বের করে। ট্রেড ইউনিয়ন ফেডারেশন দিবস পালনে খুলনা শাখার আলোচনা সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিক, পাটকল শ্রমিক, নৌযান শ্রমিকদের বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।