রামপালে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১০

রামপাল প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৫:৫৭, ০১-০৫-১৯

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদ সহ তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১ মে) রাত সাড়ে ১২ টায় উপজেলার কালেখার বেড় স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

রামপাল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শেখ লুৎফর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সাথে ছিলেন উপ-পরিদর্শক মোঃ আঃ সবুর ও সহকারী উপ-পরিদর্শক এনামূল মোল্যা।

অভিযানে আটককৃত ব্যক্তিরা হল, মনিনন্দ নাথ ঘোষ’র পুত্র বিধান ঘোষ (৪৫), কৃত্তিবাস’র পুত্র গোপী ঘোষ (২৫) ও মৃত হরিপদ সরদার’র পুত্র শংকর সরকার (২৫)। তারা সবাই রাজনগর গ্রামের বাসিন্দা। এ সময় এক বোতল বিদেশী মদ আটক করা হয় এবং মদ বহনকারী একটি মটর সাইকেল  (চট্ট মেট্রো ল-১৪২২৬২) জব্দ করা হয়।

এছাড়া রামপাল থানা পুলিশ একই দিনে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত ৬জন আসামীকে গ্রেপ্তার করে। তারা হল মোহর আলী’র পুত্র নিয়াম শেখ (৪৮),আবু বকর’র পুত্র আক্তার শেখ (৩৫) , ইমান আলীর পুত্র আবুল হাসান । এরা সবাই রাজনগর ইউনিয়নের কৈগদ্দশকাঠি গ্রামের বাসিন্দা। এছাড়া গেপ্তার করা হয় শ্রীফলতলা গ্রামের মৃত ছামাদ শেখ’র পুত্র আঃ ওহাব শেখ (৪৫), ঝনঝনিয়া গাব্বুনিয়া গ্রামের নুর মোহাম্মদ শেখ’র পুত্র মোহিদুল ইসলাম শেখ (২৭) এবং বেতকাটা গ্রামের কামাল মৃধা’র পুত্র মাছুম মৃধা (৩২)। এদের মধ্যে মাছুম মৃধা ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী।

উল্লেখ্য, রামপাল থানার বর্তমান অফিসার-ইন-চার্জ (ওসি) শেখ লুৎফর রহমান থানায় যোগদানের পর মাদক এবং জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেন । ফলে তার নেতৃত্বে রামপাল থেকে অনেক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয় এবং রামপাল থানায় জুয়া খেলা নেই বললেই চলে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top