মোংলা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২২:৪১, ৩০-০৪-১৯
বাগেরহাটের মোংলায় টমটমের ধাক্কায় তাকিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামে বাড়ির পাশের বাজারে খাবার ক্রয় করতে গেলে টমটমের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
পরে টমটমের চালখ শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাকিয়া বৈদ্যমারী গ্রামের আঃ রাজ্জাক লাহাড়ীর মেয়ে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরি বলেন, টমটমের ধাক্কায় মৃত শিশুটির বিষয়ে তার পিতামাতা কোন অভিযোগ করেনি। মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।