ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৫:২৫, ৩০-০৪-১৯
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে পার্টির চেয়ারম্যানে হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদের ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলমের রুমের তালা ভেঙে ওই টাকা চুরি করা হয়।
জানা গেছে, জাতীয় পার্টির মহাসচিবের কক্ষ ও এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আক্তারের কক্ষের তালাও ভাঙা পাওয়া যায়।
পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ জানান, অফিসের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেয়া হয়। সোমবার রাতে চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, অফিসের স্টাফদের বেতন দেয়ার জন্য ওই টাকা এনে রাখা হয়েছিল।
মঙ্গলবার ভোরে বনানীর ১৭/এ নম্বর রোডের কার্যালয়টিতে এসে তালা ভাঙা দেখতে পান কর্মকর্তারা। পরে পুলিশে খবর দেন তারা। কার্যালয়ে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান, পুরো কার্যালয় পরিদর্শন করে গোয়েন্দারা। কার্যালয়ের স্টাফ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, সেখানে চারজন নিরাপত্তা রক্ষী ছিল। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ২৮ এপ্রিল স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।