খুলনায় দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দূর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৯:১৩, ৩০-০৪-১৯

খুলনায় দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তারা হলেন, জেলার কয়রা উপজেলার দক্ষিণবেদকাশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিনূর আলম (২৫) ও উপজেলা ছাত্রলীগের সদস্য মাহমুদ হাসান (২৪)।

সোমবার রাত ৯টার দিকে কয়রা উপজেলার আংটিহারা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই দু’জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মঙ্গলবার সকাল ১১টায় মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ছাত্রলীগ।

ইউনিয়ন ছাত্রলীগের নেতারা জানায়, সোমবার রাতে ঘড়িলাল মোল্লা পাড়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর হামলা হয়। হামলাকারিরা জহিনূরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার সঙ্গে থাকা মামহমুদ হাসান হামলাকারিদের প্রতিহত করার চেষ্টা করলে তাকেও কুপিয়ে জখম করে দূর্বত্তরা। তাদের চিৎকারে গ্রামবাসি এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়।

কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দিদার বলেন, উপজেলা নির্বাচনের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আছের আলীকে দায়ি করেন। আছের আলী পুলিশ হত্যা মামলার এজাহারভূক্ত আসামী বলেও জানান তিনি।

কয়রা থানার ওসি তারক চন্দ্র বিশ্বাস বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আছের আলী মেম্বর ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের দু’জন আহত হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top