১২ টাকার ওষুধ ৫শ’ টাকায়!

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:৫৩, ২৯-০৪-১৯

হবিগঞ্জ শহরের বিভিন্ন ওষুধের দোকানে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ইনজেকশন ‘ইফিডিন’। ১২ টাকায় কেনা এই জীবনরক্ষাকারী ইনজেকশনটির বিক্রি দাম ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকায়।

একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে ফুটে ওঠে এমন দৃশ্য।

ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, সোমবার তাদের এক কর্মচারী ক্রেতা সেজে ইনজেকশনটি কিনতে যান। এ সময় হবিগঞ্জ আড়াইশ’ শয্যার হাসপাতাল গেট এলাকার ইসলাম ফার্মেসিতে ইনজেকশনটির দাম চাওয়া হয় ৬০০ টাকা। অনেক দামাদামি করে অবশেষে ৫০০ টাকায় ওষুধটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। এ সময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত দামের অতিরিক্ত দাম রাখায় ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি ক্লিনিকের ফার্মেসিতে একই ওষুধের দাম রাখা হয় ১৫০ টাকা। এ সময় ভোক্তা অধিকার আইনের ধারা (৪০) অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top