ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৭:৪৮, ২৯-০৪-১৯
না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। গতকাল রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনস্থ নিজ বাসভবন তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি….রাজিউন)। অভিনেতা আনিসের বয়স হয়েছিল ৭৮ বছর। আনিসের জামাতা মোহাম্মদ আলউদ্দিন শিমুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অভিনেতা আনিসুর রহমানের মরদেহ আজ বেলা ১১টায় এফডিসিতে (বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) আনার কথা রয়েছে। সেখানে শিল্পী সমিতির শ্রদ্ধার পাশাপাশি একটি জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
আনিস চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেছিলেন অভিনেতা নয়, চিত্রসম্পাদক হিসেবে। প্রখ্যাত চলচ্চিত্রকার ভ্রাতৃদ্বয় এহতেশাম ও মুস্তাফিজের লিও দোসানী ফিল্মসে সহকারী সম্পাদক ও পরিচালক ছিলেন তিনি। এ দুই নির্মাতার মাধ্যমেই একসময় অভিনয়ে নিয়মিত হন আনিস।
আনিসুর রহমান আনিস ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন। তার বাবা মরহুম আমিনুর রহমান চা বাগানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ার দক্ষিণ বল্লবপুরে। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন আনিস।
উনপঞ্চাশ বছর একসঙ্গে সংসার করেছেন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনে এতটুকু ছেদ পড়েনি তাদের ভালোবাসায়। আনিসের বড় মেয়ে ফারহা দীবা থাকেন আমেরিকাতে। তার স্বামী তারেক হোসেন সেদেশে ব্যবসা করেন। ছোট মেয়ে ফাতেমা রহমান রিমি কুমিল্লায় আছেন। তার স্বামী আলাউদ্দীন সেখানে ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই মারা গেলেন দুর্দান্ত আরেক কমেডিয়ান অভিনেতা টেলি সামাদ, গেল সপ্তাহ গত হয়েছেন আরেক শক্তিমান অভিনেতা সালেহ আহমেদ।