বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ১৮:২৩, ২৯-০৪-১৯
কয়রায় মুক্তি ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ইউকেএইড এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এমারেল প্রকল্পের প্রকল্প অবহিতকরন কর্মশালা গত ২৯ এপ্রিল বেলা ১১ টায় আমাদী ইউনিয়ান পরিষদের হলরুমে অনুষ্টিত হয় ।
মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ।
বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান প্রশান্ত কুমার বাইন, আমাদী ইউনিয়ান আ’লীগের সভাপতি আব্দুর সবুর ঢালী,সাংবাদিক সদর উদ্দিন আহমেদ,শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম,মোঃ হাবিবুল্যাহ,ব্রাকের ম্যানেজার অমর মন্ডল, এমারেল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী যোসেফ মন্ডল,হিসাবরক্ষক উত্তম কুমার,প্রজেক্ট অফিসার আবুল কালাম,ফিল্ড ফেসিলিটেটর মোঃ আবু বক্কর সিদ্দিক,প্রকল্পের এল আর পি নাদিরা পারভিন,আসলিমা খাতুন প্রমুখ ।
কর্মশালায় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন । প্রধান অতিথি ভুমিহীনদের মাঝে খাস জমি বিতরনের ব্যাপারে সকল প্রকার সহযোগিতার আস্বাস প্রদান করেন ।