দলের সঙ্গেই সাকিব আয়ারল্যান্ড সফরে যাবেন

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৭:৩৬, ২৯-০৪-১৯

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলেই দেশে ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তিন ম্যাচে তিনি করেছেন ৯ রান। বল হাতে তার শিকার মাত্র ২ উইকেট। করেছেন ১১.১ ওভার। দিয়েছেন ৯৫ রান।

হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পান সাকিব। সেই ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। ৪ ওভার বোলিং করেছিলেন। তবে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। হায়দরাবাদের হয়ে ১০ম ম্যাচে একাদশে ফের জায়গা পান সাকিব। কিন্তু ব্যাটিংয়ে করার সুযোগ হয়নি বল হাতে ৪ ওভারে ২৭ রান দেন। কিন্তু কোনো উইকেট পাননি। গত শনিবার (২৭ এপ্রিল) তৃতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেলেও ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। বল হাতে ৩.১ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন মাত্র এক উইকেট।

ভারতের জয়পুর থেকে কলকাতা হয়ে দেশে ফেরেন সাকিব। গতকাল রবিবার বিকাল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিবকে বহনকারী বিমানটি অবতরণ করে। জানা গেছে, বাংলাদেশ দলের সঙ্গেই সাকিব আয়ারল্যান্ড সফরে যাবেন। আগামী ১ মে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top