বাগেরহাট প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৮:২৩, ২৯-০৪-১৯
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে কর্মরত সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় করেছে সিভিল সার্জন অফিস।
রবিবার সকালে ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ বাগেরহাট জেলার পুষ্টি বিষয়ে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট জেলার মানুষের পুষ্টির সুচক ভালো। তার মধ্যেও অনেকেই পুষ্টি সম্পর্কে সচেতন না থাকায় জনগনের মধ্যে পুষ্টি ঘাটতি রয়ে গেছে।
অনুষ্টানে অন্যানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহসভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বকসী প্রমুখ।