ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৮:০২, ২৯-০৪-১৯
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সকল পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে নোবিপ্রবির সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারী পদে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত তা স্থগিত করা হলো।
বিষয়টি অবহিতকরণ করা হয়েছে নোবিপ্রবির ভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সচিব, নোবিপ্রবির ট্রেজারার, নোয়াখালীর জেলা প্রশাসক, নোবিপ্রবির রেজিস্ট্রার, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, উপমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব ও অতিরিক্ত সচিবকে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোবিপ্রবির ভিসি প্রফেসর ড. অহিদুজ্জামানকে এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য মৌখিক নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি তা না মেনে এ নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখায় আজ রবিবার লিখিতভাবে তাকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য নির্দেশ দেয়া হয়।
নিয়োগ প্রক্রিয়া স্থগিতের বিষয়ে জানতে আজ সন্ধ্যা ৭টার দিকে ভিসি প্রফেসর ড. অহিদুজ্জামানকে মোবাইল ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক জানিয়েছেন, মন্ত্রণালয়ের আদেশ সন্ধ্যা পর্যন্ত তার হাতে পৌঁছেনি। তবে তিনি জানান, তারা নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি শেষ করতে পারেননি। ১৮৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মধ্যে তারা মাত্র ৭ জন কর্মকর্তা ও ৪৩ জন কর্মচারীকে নিয়োগপত্র দিয়েছেন। নিয়োগপ্রাপ্তরা গতকাল কাজে যোগদানও করেছেন। কিন্তু কতজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানানে পারেননি।