দাবিতে আদায়ে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৮:০১, ২৯-০৪-১৯

‘বিচ্ছিন্নভাবে নয় সমগ্র বেসরকারি শিক্ষা একযোগে জাতীয়করণ চাই’ এই স্লোগান নিয়ে ৯ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা। সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক ইউসুফ আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ হাসান আলী প্রমুখ।

এ সময় জেলা উপজেলা পর্যায়ের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও একনীতির শিক্ষা ব্যবস্থা চালু এখন সময়ের দাবি। তাই চাকরি একযোগে জাতীয়করণই হলো শিক্ষা বাঁচানোর একমাত্র সমাধান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top