ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৮:০১, ২৯-০৪-১৯
‘বিচ্ছিন্নভাবে নয় সমগ্র বেসরকারি শিক্ষা একযোগে জাতীয়করণ চাই’ এই স্লোগান নিয়ে ৯ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা। সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক ইউসুফ আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ হাসান আলী প্রমুখ।
এ সময় জেলা উপজেলা পর্যায়ের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও একনীতির শিক্ষা ব্যবস্থা চালু এখন সময়ের দাবি। তাই চাকরি একযোগে জাতীয়করণই হলো শিক্ষা বাঁচানোর একমাত্র সমাধান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।