মামলার দীর্ঘসূত্রতা কমানোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:৪৮, ২৮-০৪-১৯

মামলার দীর্ঘসূত্রতা কমানোর জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘মামলার দীর্ঘসূত্রতা কমাতে হবে। কারণ কারাগারে অনেকেই আছে যারা তাদের দোষ সম্পর্কে জানেন না। কীভাবে আইনি সহায়তা তারা পাবেন সেটাও জানেন না।’

তিনি বলেন, সরকার ইতিমধ্যে সমস্যাটির সমাধান করার ব্যবস্থা নিয়েছে এবং আইন মন্ত্রণালয় মামলার দীর্ঘসূত্রতা কমানোর জন্য আরও কার্যকর পদক্ষেপ নেবে।

খুন, ধর্ষণ, অগ্নিসন্ত্রাসে মানুষের পুড়িয়ে হত্যা, প্রভৃতি সামাজিক অপরাধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জাতীয় আইনগত সহায়তা সেবা সংস্থার পরিচালক মো. আমিনুল ইসলাম।

সরকারি খরচে আইনি সহায়তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য দেশে সপ্তমবারের মতো জাতীয় আইনগত সহায়তা দিবস উপযাপন করা হচ্ছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top