বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ২০:৩৭, ২৮-০৪-১৯
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান’- এই স্লোগানে বাগেরহাটে জাতীয় আইন সহয়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট-খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড মোড় ঘুরে পুনরায় আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বাগেরহাট জেলা আইন সহয়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট স্বপন কুমার সরকার, আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন।
এরআগে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অথিতিবৃন্দ।