যশোর অফিস, Prabartan | প্রকাশিতঃ ২১:০৫, ২৮-০৪-১৯
যশোর সার্কিট হাউসের পেছনে খড়কিতে আমেরিকা প্রবাসী এক মহিলার জমি খুঁড়তে গিয়ে পিস্তল পেয়েছেন শ্রমিকরা। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত জানান, সার্কিট হাউসের পেছনে তার আমেরিকা প্রবাসী বোন সালেহা বিলকিসের বাড়ি। বাড়ির পাশে রাস্তা সংলগ্ন স্থানে ফুলের গাছ লাগানোর জন্য মাটি ফেলে রাখা হয়েছিলো। কিন্তু ওইস্থানে প্রাচীর দেয়ার জন্য শুক্রবার বিকেলে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন।
এসময় তারা একটি ছোট বাক্স পান মাটির ভেতর। বাক্সের মধ্যে ভারতীয় একটি পিস্তল ও দুটি ম্যাগজিন ছিল।
পরে খবর দেয়া হলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার সেখানে গিয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যান।