ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১২:২১, ২৭-০৪-১৯
সাংবাদিক মাহফুজউল্লাহ আজ শনিবার থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে নুসরাত হুমায়রা।
এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ বেলা ১১টার দিকে মাহফুজউল্লাহ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই সাংবাদিক হৃদ্রোগ, কিডনি ও ফুসফুসের রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ১০ এপ্রিল ব্যাংকক নেওয়া হয়েছিল।
গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন মাহফুজউল্লাহ। তখন তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে থাইল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।