শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ২২:৩৩, ২৫-০৪-১৯

সরকারি এবং বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের নবম সভা আজ (বৃহস্পতিবার) খুলনার কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের জীবনের জন্য প্রকল্পের আওতায় খুলনা ও তার আশেপাশের জেলায় শিশুশ্রম নিরসনে কর্মসূচি চলমান আছে। কর্মসূচির মধ্যে আছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের উদ্ধার করে তাকে লেখাপড়ার ব্যবস্থা করা এবং ঐ সকল পরিবারকে সহযোগিতা দেওয়া অন্যতম।

সভায় জানানো হয়, এক সময় খুলনা শহরে ৪৭০ শিশু রেস্টুরেন্টে কাজ করতো। তাদের মধ্যে ৯৫ শতাংশ শিশুকে উদ্ধার করে স্কুলে ভর্তি করানো হয়েছে। অবশিষ্ট পাঁচ শতাংশ শিশুকে মানবিক কারণে শ্রম থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

বাংলাদেশ শ্রম আইনে ইতোমধ্যে শিশুশ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে সকল শ্রম হতে শিশুদেরকে অপসারণ করা হবে।

অনুষ্ঠানে স্বাগত জানান ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়ক রামানুজ চন্দ্র রায় এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মাসুদুর রহমান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top