কয়রায় লবণ পানি উত্তোলন এর বিরুদ্ধে গ্রামবাসীর বিভিন্ন দপ্তরে অভিযোগ

কয়রা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২০:০৯, ২৪-০৪-১৯

কয়রায় পাউবোর বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে অবৈধ ভাবে লবন পানি উত্তোলনের বিরুদ্ধে গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক,জেলা পরিষদের চেয়ারম্যান,নির্বাহী প্রকৌশলী পানিউন্নয়ন বোর্ড সাতক্ষীরা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে ।

অভিযোগে জানা গেছে ,কয়রা উপজেলার ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়ানের তেতুলতলার চর গ্রামের বাসিন্দারা বিগত ২০ বছর যাবত তেতুলতলা মৌজার ১ও ২ নং সিটে প্রায় ১৫ শত বিঘা জমিতে লবণ পানির বাগদা চিংড়ি চাষ করে আসছিল ।

বর্তমানে লবন পানিতে মৎস্য চাষ ভালো না হওয়ার স্থানীয় জমির মালিকরা এবং সাধারন জনগন লবন পানির বাগদা চিংড়ি চাষ না করার জন্য ইউনিয়ান পরিষদের চেয়ারম্যানের নিকট সরনাপন্ন হলে চেয়ারম্যান মহোদয় সকলের মতামত জানার জন্য তেতুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লবন পানির পক্ষে-বিপক্ষে মতামত যাচাই করেন ।

সেখানে লবন পানির বাগদা চিংড়ি চাষের পক্ষে কোন ব্যাক্তি কথা বলেননি । উপস্থিত জনগন ধান চাষের পক্ষে মতামত প্রদান করায় চেয়ারম্যান মহোদয় লবন পানির চিংড়ি চাষ বন্ধ ঘোষনা করে ধান চাষের পক্ষে মতামত প্রদান করেন এবং ধান চাষের পক্ষে অবস্থানকারী দের সাক্ষর গ্রহন করেন । সেখান থেকে অদ্যবধি লবন পানি উত্তোলন বন্ধ রয়েছে ।

সাম্প্রতিক বাবুরাবাদ গ্রামের রফিকুল ইসলাম গংরা এবং তেতুলতলা গ্রামের জনৈক ৫/৬ ব্যাক্তির পূর্বের পানিউন্নয়ন বোর্ডের রাস্তা কেটে প্লাষ্টিকের পাইপ কল বসানো ছিল ঐ কল দিয়ে রাতের আধারে লবন পানি উত্তোলন করে এলাকা প্লাবিত করার পায়তারা করছে । গ্রামবাসী অবৈধ পাইপ অপসারন করে লবন পানি মুক্ত পরিবেশে যাতে শান্তি পূর্ন ভাবে ধান চায করতে পারে সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top