বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ১৯:৩৭, ২৪-০৪-১৯
ঝিনাইদহ শিশু একাডেমিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী শিশু একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতা, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান।আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,শিক্ষানুরাগী, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা সহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শৈলকুপা উপজেলা দল, কালীগঞ্জ উপজেলা দল, সরকারি বালক বিদ্যালয় দল ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃতি পরিবেশন করেন।