ফুটফুটে শিশুটি বাঁচবে কীভাবে?

নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিতঃ ১৯:০৭, ২৩-০৪-১৯

নিষ্পাপ আনিশা জানে না তার জীবনের নিশ্বাসটুকু অন্যের দান করা এ পজেটিভ রক্ত প্রাপ্তির ওপর নির্ভরশীল। আর জানে না বলেই মিটি মিটি হাসছে ও। এ হাসি হয়তো কালের পরিক্রমায় ম্লান হয়ে যেতে পারে ৪০ লাখ টাকা ও রক্তের অভাবে।

সাড়ে ৪ বছর বয়সের ফুটফুটে আনিশা দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। জন্মের মাত্র আট মাস বয়সে তার এ রোগ ধরা পড়ে। বোনমেরু ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা পরিবর্তন করাই থ্যালাসামিয়া রোগের স্হায় চিকিৎসা। বর্তমানে এই চিকিৎসার খরচ প্রায় ৪০-৪৫ লাখ টাকা। খরচের টাকাটা অনেকের কাছে অতি তুচ্ছ হলেও আনিশার পরিবারের কাছে একেবারেই অসম্ভব। চোখের সামনে একমাত্র সন্তানের তিলে তিলে শেষ হয়ে যাওয়া সহ্য করা আনিশার মা-বাবার কাছে অসহ্য বেদনার।

আনিশার বাবা আওছাফুর রহমান সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অস্থায়ী অফিস সহায়ক । তিনি প্রবর্তনকে বলেন, মাত্র আট মাস বয়সে আনিশার দূরারোগ্য থ্যালাসেমিয়া ধরা পড়ে। ঢাকায় গ্রিন ভিউ হাসপাতালের অধ্যাপক ডা. এ বি এম ইউনুস ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আনিশার থ্যালাসেমিয়া রোগ নিশ্চিত করেছে। এরপর নিজের মানুষের সাহায্য আর নিজের যা কিছু ছিল তায় নিয়ে ইন্ডিয়ার ভেলোরে যায়। সিএমসি হাসপাতাল থেকে জানায় আনিশার অস্থিমজ্জা পরিবর্তন করতে পারলে সে আরাব সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ৪০ থেকে ৪৫ লাখ টাকার প্রয়োজন এই চিকিৎসার জন্য। কিন্তু আমি এত টাকা কোথায় পাব। টাকার অভাবে নিজের সন্তানকে তিলে তিলে মরতে দেখছি। পৃথিবীতে এর থেকে আমার আর কষ্টের কি হতে পারে।

তিনি আরও বলেন, একমাত্র সন্তান চোখের সামনে মরণব্যাধি শরীরের মধ্যে রেখে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, বাবা হয়ে এই দৃশ্য দেখা অত্যন্ত কষ্টকর। যে সময় সন্তানের হাসিমুখে আলোকিত থাকার কথা তার ঘর, ঠিক সে সময় সন্তানকে ঘাতক ব্যাধির গ্রাস থেকে ফেরানোর জন্য করুণ আর্তি নিয়ে মানুষের দ্বারে-দ্বারে, বারে-বারে ঘুরে বেড়াতে হচ্ছে। আনিশার চিকিৎসায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছি।

বর্তমানে আনিশা খুলনা সদর হাসপাতালের ডা. শারাফাত হোসাইনের তত্ত্বাবধানে চার বছর ধরে প্রতি মাসে রক্ত দেওয়া হচ্ছে।

সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো নিষ্পাপ মেয়েটি বেঁচে যেতে পারবে বলে আশায় বুক বাঁধেন আওছাফুর রহমান।

থ্যালাসেমিয়া আক্রান্ত আনিশার পাশে দাঁড়াতে যোগাযোগ করতে পারেন-
আওছাফুর রহমান
মোবাইল: ০১৯১৭ ৪২৬২৯০
বিকাশ নং: ০১৭১২ ৯৮৯১২৬, ০১৯১৭ ৪২৬২৯০

ব্যাংক হিসাব
আওছাফুর রহমান
হিসাব নং: ০২০০০০২১৭০৫৮৮
অগ্রণী ব্যাংক লিমিটেড, শামসুর রহমান রোড শাখা, খুলনা

 

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top