ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৯:৫৯, ২১-০৪-১৯
আরও একটা সুযোগ পেলেন ইয়াসির শাহ। ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই লেগ স্পিনারের। তবে শাদাব খানের চোট দুয়ার খুলেছে ইয়াসিরের।
সবশেষ ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তান দলে ছিলেন ইয়াসির শাহ। টেস্ট ক্রিকেটে ধারবাহিক পারফর্ম করে যাওয়া অভিজ্ঞ এই লেগ স্পিনার সীমিত ওভারের ক্রিকেট সেভাবে উইকেট পাচ্ছেন না। যে কারণে এবারের বিশ্বকাপ দলে জায়গা হয়নি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে তরুণ লেগ স্পিনার শাদাব খানকে।
শাদাব খান বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ড সিরিজের আগেই ভাইরাসে আক্রান্ত। তার পরিবর্তে ইংল্যান্ড সিরিজের জন্য দলে নেয়া হয়েছে অভিজ্ঞ ইয়াসির শাহকে।
ইংল্যান্ডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে প্রত্যাশিত পারফর্ম করতে পারলে বিশ্বকাপে সুযোগ হতে পারে তিন ফরম্যাটের ক্রিকেটে ৬১ ম্যাচে ২২৬ উইকেট শিকার করা ইয়াসির শাহের।
ইংল্যান্ড সিরিজ থেকে শাদাব খানের বাদা পড়া এবং তার পরিবর্তে ইয়াসির শাহকে দলে নেয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুইটবার্তায় নিশ্চিত করে।
আগামী ৫ মে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে পাকিস্তানের।
এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। তার আগে ইংল্যান্ডের মাঠে কাউন্টি ক্রিকেট দলের বিপক্ষে প্রস্তুতি মূলক তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের।
ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের স্কোয়াডে বিশ্বকাপ দলের বাইরে আছেন, মোহাম্মদ আমির, আসিফ আলী ও ইয়াসির শাহ।
পাকিস্তানের বিশ্বকাপ দল
মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, আবিদ আলী, ফখর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।
প্রসঙ্গত, আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ।