ঝিনাইদহ প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৯:৫৫, ২০-০৪-১৯
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালি মাঠ এলাকায় জামিরুল ইসলাম (৪২) নামের স্থানীয় এক হার্ডওয়ার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাত পনে ৯ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম সদর উপজেলার কুবিরখালি গ্রামের মজনুর রহমানের ছেলে ।
অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস প্রবর্তনকে জানান, শুক্রবার রাত পনে ৯ টার দিকে জামিরুল ইসলাম জিয়ানগর নগর বাজার থেকে মিলন হোসেনের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে কুবিরখালি গ্রামের খালপাড়ে আসলে দুর্বৃত্তরা রাস্তার উপর কলাগাছ ফেলে তাকে গতি রোধ করে। পরে মাথায় এবং বুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।