ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েন রোনালদো

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:০৭, ২০-০৪-১৯

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ইতালির ক্লাব জুভেন্টাস। আয়াক্সের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় তুরিনের দলটির।

জুভেন্টাসের এমন হারে একদিকে যেমন বিষাদে ডুবে আছে দলটির সমর্থকরা, তেমনি তাদেরকে আরও চিন্তায় ফেলে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদলের গুঞ্জন।

২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ইউরো স্বপ্ন ভঙের পর এ মৌসুমেই নাকি জুভেন্টাস ছাড়তে চাইছেন রোনালদো! ইতালিয়ান মিডিয়ার দাবি, এ মৌসুমে না গেলেও আগামী মৌসুমই হবে ইতালিতে তার শেষ মৌসুম।

রিয়াল মাদ্রিদের মতো জুভেন্টাসেও নাকি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েন শুরু হয়ে গেছে পর্তুগিজ মহাতারকার।

গত চার মৌসুমেই ঘরোয়া ডাবল জেতা জুভেন্টাস মূলত ইউরোপের রাজা হতে দলে টেনেছে রোনালদোকে।

কিন্তু তার অভিষেক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি কোপা ইতালিয়া থেকেও ছিটকে গেছে জুভেন্টাস।

একজনের পেছনে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করে শুধু লিগ শিরোপায় মন ভরার কথা নয় ক্লাব কর্তৃপক্ষের। রোনাল্ডোর কাছে তাদের প্রত্যাশা ঢের বেশি।

অন্যদিকে রোনালদো চান আরও কিছু নতুন খেলোয়াড় কিনে ঢেলে সাজানো হোক দল। এ নিয়েই বেঁধেছে গোল।

 

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top