বাগেরহাট প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৮:৩২, ১৯-০৪-১৯
বাগেরহাটে মটরসাইকেল-যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় কুমার সাহা (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সঞ্জয় কুমার সাহা বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠি গ্রামের সুবোধ সাহার ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, মোংলা থেকে রুপসাগামী যাত্রীবাহী বাস ( খুলনা মেট্রো জ ০৫-০০২২) বেলাইব্রীজ এলকায় পৌছে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে ওই মটরসাইকেলের আরোহী একজন নিহত এবং চালক গুরুতর আহত হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।