বিজ্ঞতি, Prabartan | অপডেট: ১৫:৩৫, ১৮-০৪-১৯
দেশব্যাপী ১৬ থেকে ২০ এপ্রিল জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন ও জেলা প্রশাসনের উদ্যোগে খুলনায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে খুলনা জেলা স্বাস্থ্যসেবা গ্রহিতা ফোরামের (ইউজার ফোরাম) সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিয় সভা বৃহস্পতিবার সকাল ১০টায় জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্যসেবা গ্রহিতা ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক। মতবিনিয় সভা পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। আলোচনায় অংশ নেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান, ডা. উৎপল কুমার চন্দ্র, ফোরামের সহ-সভাপতি রেহেনা আক্তার, কেসিসি’র সাবেক কাউন্সিলর রোজি রহমান, সদস্য মো. খালিদ হোসেন, রসু আক্তার, অজন্তা দাস, একতা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মুনশি মোস্তাক আহমেদ বাবু, সাংবাদিক জি.এম রাসেল ইসলাম, খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন। সভায় সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, ছিন্নমুল মানব কল্যাণ সোসাইটির নির্বাহী পরিচালক মো. আবুল হোসেন, মো. আরিফুজ্জামান মন্টু, এসএফ কবির পল্লব, মো. মাসুদুল ইসলাম, মো. ফরিদ আহমেদ খান, শেখ আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিয় সভায় জেনারেল হাসপাতালসহ খুলনার জেলা-উপজেলা পর্যায়ের সকল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের সঠিক চিকিৎসা প্রদানে চিকিৎসকদের আন্তরিকতা, বাথরুম, ব্লাড ব্যাংকসহ হাসপাতালগুলোর সার্বিক পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা সর্বপরি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সকলের দায়বদ্ধতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।