নিজস্ব প্রতিবেদক, Prabartan | অপডেট: ২০:৪৮, ১৭-০৪-১৯
বাড়ি বন্ধক রেখে ঋণ নিয়ে তা যথা সময়ে তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় নগরীর খালিশপুর এলাকার বন্ধকি বাড়ি দখল বুঝে নেওয়া হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে স্ট্যান্ডার্ট ব্যাংক খুলনা শাখার অনুকুলে বাড়িটির দখল বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, নগরীর খালিশপুর থানাধীন গোয়ালপাড়া মৌজায় জেএল নম্বর ১৪, হাউজিং প্লট নম্বর ২, ১০২ নম্বর রোডের ২ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা রেহেনা এন্টারপ্রাইজের নামে ৪ তলা বাড়ি স্ট্যান্ডার্ট ব্যাংক খুলনা শাখায় বন্ধক রেখে ঋণ নেওয়া হয়। সে টাকা সুদসহ মোট ২ কোটি ৭৪ লাখ টাকা হয়। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এ ব্যাপারে অর্থঋণ আদালতে ১৮/১১ নম্বর মামলা দায়ের করা হলে উভয় পক্ষের উপস্থিতিতে দীর্ঘ শুনানী শেষে এ আদেশ জারি হয়। সে প্রেক্ষিতে বুধবার বাড়িটির দখল বুঝে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ট ব্যাংক খুলনা শাখার জোনাল ম্যানেজার হায়দার নুরুন নাহার, খুলনা শাখার ম্যানেজার জগলুল পাশা, ভিপি ও ব্যাংকের প্রধান কার্যালয়ের রিকভারি বিভাগের গফ্ফার দাড়িয়া, ভিপি ও ব্যাংকের প্রধান কার্যালয়ের রিকভারি বিভাগের শফিকুল হাসান, এসইও মোঃ সাঈদ হাসান এবং খালিশপুর থানার এসআই শাহ আলম।