মেহেরপুর প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় রোববার (১৭ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই উপজেলার সব ব্যাংকের শাখা রোববার বন্ধ থাকবে।
আরও পড়ুন : ক্লাব ক্যারিয়ারে ৫০ হ্যাটট্রিকের মাইলফলকে রোনালদো
শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপ-শাখা রোববার বন্ধ থাকবে।
মুজিবনগর উপজেলায় ব্যাংক বন্ধ থাকলেও দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে।পবিত্র রমজান উপলক্ষে এখন ব্যাংকে লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।