সৌদিতে দুই ভারতীয়ের শিরশ্ছেদ

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৯:১৩, ১৭-০৪-১৯

খুনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি আরবে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাসকে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ। পরে তাদের মরদেহও ফেরত পাঠানো হয়নি।

বুধবার (১৭ এপ্রিল) ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশ করা হয়েছে।

শিরশ্ছেদ হওয়া ভারতীয় নাগরিকরা হলেন, সতিন্ডর কুমার এবং হারজিত সিং। তারা ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।

ডাকাতির টাকা ভাগাভাগির সময় এ দুই ব্যক্তি তাদের আরেক সহযোগী ইমান উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যা করে। এর কিছুদিন পর মদ্যপান ও ঝগড়ার জেরে তারা গ্রেফতার হন। তাদের যখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল তার প্রায় শেষ পর্যায়ে এসে কর্তৃপক্ষ জানতে পারে যে, তারা ইমান উদ্দিন নামের ওই ব্যক্তির হত্যাকারী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, রিয়াদের কারাগারে প্রেরণ করার পর তারা ইমান উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে। ২০১৭ সালের ৩ মে মামলার শুনানি হয়, যেখানে দূতাবাসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু শিরশ্ছেদ করার সময় সৌদি কর্তৃপক্ষ কিছু জানায়নি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top