ডেস্ক রিপোর্ট : আইপিএলের ম্যাচে দীপক চাহারের সুইং, স্পিনারদের দাপট এবং পরে ব্যাট হাতে মইন আলির ঝড়ো ইনিংসে পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে হারা ম্যাচেও কিছু ভালো দিক দেখছেন দলটির মালিক প্রীতি জিনতা।
এক টুইটার বার্তায় প্রীতি বলেন, ‘রাতটি আমাদের ছিল না তবে সেখানে কিছু ইতিবাচক দিকও আছে। চাপের মধ্যেও দারুণ ব্যাট করেছে শাহরুখ খান, গত ম্যাচের পর এই ম্যাচে বোলাররাও ছন্দ পেয়েছে। এই পরাজয় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। আশা করি, এ ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’
পাঞ্জাব কিংস নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ রান জয় পেয়েছিল। দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে তারা। আগামীকাল গেইল-রাহুলদের প্রতিপক্ষে গতবারের রানারআপ দিল্লি ক্যাপিটালস।
ফেসবুকের সাথে কমেন্ট করুন