উপযুক্ত সংস্থা না পেলে বিজেএমইএ ভবন নিজেরাই ভাঙব: পূর্তমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:০১, ১৭-০৪-১৯

বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, উপযুক্ত সংস্থা না পাওয়া গেলে আমরা নিজেরাই ভাঙব। ভাঙার ক্ষেত্রে দায়দায়িত্ব আমাদেরই নিতে হবে।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিজিএমইএ ভবনটি ভাঙতে আগ্রহী দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ২৪ এপ্রিলের মধ্যে দরপত্র দাখিল করতে বলা হয়েছে। তবে ভবন ভাঙায় যদি আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশীয় প্রতিষ্ঠান না পাওয়া যায়, সে ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

গণপূর্তমন্ত্রী বলেন, হাইকোর্টের সিদ্ধান্তের পর গতকাল আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ ভবন ভেঙে ফেলার কার্যক্রম আমরা শুরু করেছি। ইতিমধ্যে ভবনটি আমরা দখলে নিয়ে সেটি সিলগালা করে দিয়েছি।

তিনি বলেন, ভবনটি গুঁড়িয়ে দেয়ার পর সেটি যেখানে পড়বে, সেখানকার আশপাশে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতির প্রয়োজন আছে।

কারণ এর আগে র‌্যাংগস ভবন ভাঙতে গিয়ে বেশ প্রাণহানি হয়েছে। তাই যাতে ভবনটি ভাঙতে গিয়ে কোনো ধরনের প্রাণহানি কিংবা কোনো রকম আনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখোমুখি হতে না হয়, সেই প্রস্তুতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

রেজাউল করিম বলেন, এই ভবন ভাঙার জন্য আজকে আমরা সব জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়েছি। যারা অভিজ্ঞ তাদের ২৪ এপ্রিলের মধ্যে কোটেশন দাখিল এবং ২৫ তারিখের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করব কোন সংস্থা উপযুক্ত।

তবে আমরা যদি উপযুক্ত সংস্থা না পাই, তা হলে আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে রাজউকের পক্ষ থেকে বিল্ডিংটাকে উচ্ছেদের জন্য যে প্রক্রিয়ায় যাওয়া দরকার সেই প্রক্রিয়ায় আমরা যাব।

তিনি বলেন, উপযুক্ত সংস্থা না পাওয়া গেলে আমরা নিজেরাই ভাঙব। ভাঙার ক্ষেত্রে দায়দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ আমরা চাই রাষ্ট্রের চমৎকার একটি স্থাপনার মধ্যে এ ধরনের একটি ভবন টিকে না থাকুক।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top