নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিতঃ ১৮:১৮, ১৬-০৪-১৯
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ফর এনার্জি ইঞ্জিনিয়ারিং” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের আয়োজনে ও কুয়েট এনার্জি এন্ড অটোমেশন ক্লাবের সহযোগিতায় ওয়ার্কশপটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। ওয়ার্কশপে ইএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসা’র ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ এবং স্বাগত বক্তৃতা করেন ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল।
টেকনিক্যাল সেশনে ‘প্রেজেন্টেশন অন ইমপর্টেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ফর এনার্জি ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন কুয়েটের ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামীম হোসেন এবং ‘ওভারভিউ অফ অটোমেশন সিস্টেম, পিএলসি, এইচএমআই, এসসিএডিএ, ইন্সট্রুমেন্টেশন’ ও ‘ডেমো কিট প্রেজেন্টেশন; ডেমো কিট এক্সাম্পেল প্রোগ্রাম; রিয়েল লাইফ অটোমেশন প্রোগ্রামঃ পাম্প হাউজ অটোমেশন’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন রিভিরি পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডাইরেক্টর প্রকৌশলী আব্দুর রহমান।