বিজ্ঞপ্তি, Prabartan l প্রকাশিতঃ ২১ঃ১৩, ১৫-০৪-১৯
‘পাশে আছি দুর্নিবার’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনা পত্রিকা পরিবারে আরো এক নতুন সদস্য যুক্ত হলো ‘সাপ্তাহিক খুলনার দর্পণ’।
সোমবার খুলনা প্রেসক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনে পত্রিকাটির প্রথম প্রকাশনা উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ, খুলনা এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির দর্পণ হিসেবে সর্বক্ষেত্রে সংবাদপত্রের অসামান্য অবদান রয়েছে। জনমত গঠনের মাধ্যমে দেশ ও জাতিকে ইপ্সিত অগ্রগতির পথে এগিয়ে নিতে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাঠক সবসময়ই সংবাদপত্রের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে এবং এটাই সংবাদপত্রের গ্রহণযোগ্যতা ও পাঠক প্রিয়তার অন্যতম মাপকাঠি হয়ে থাকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের কমান্ডার সরদার মাহাবুবার রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সিনিয়র সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, পত্রিকাটির সম্পাদক মিনা অছিকুর রহমান দোলন, নির্বাহী সম্পাদক শেখ সাদিকুর রশীদ অভি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাাদক গাজী ওয়াহিদুজ্জামান খোকন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান রুম্মান, বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগর মহিলা শাখার সাধারণ সম্পাদিকা সাবিহা ইসলাম আঙ্গুরা, বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের শিক্ষা সচিব খান কবির হোসেন, মুরশিদ আলম, আখি আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ।