ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
ল্যাব সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল খুমেকের পিসিআর ল্যাবে মোট ৫৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে খুলনার নমুনা ছিল ৩২২ টি। নমুনা পরীক্ষার পর ১৪০ টি পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে খুলনার ৭৯টি, বাগেরহাটের ৫১টি, যশোরের ৩টি ও সাতক্ষীরা ২টি, নড়াইলের ৪টি এবং ঢাকার ১টি করে নমুনায় করোনা শনাক্ত হয়।
খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘চলতি বছরে আজই খুমেকে ল্যাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে।’
ফেসবুকের সাথে কমেন্ট করুন