শিষ্য সাকিবের সঙ্গে কোচিং মিশন সালাউদ্দীনের

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২১:০১, ১৩-০৪-১৯

তবে এবার একটা ব্যতিক্রম ঘটছে। দেশের বাইরে গিয়ে আইপিএল খেলার সময় সানরাইজার্স হায়দ্রাবাদ কোচিং স্টাফের বাইরে ব্যক্তিগত উদ্যোগে গুরু মোহাম্মদ সালাউদ্দীনের শরণাপন্ন সাকিব আল হাসান।টেলিফোনে গুরু ও মেন্টর সালাউদ্দীনের সাথে বেশ ক’বার কথা বলে অবশেষে তাকে হায়দ্রাবাদ যেতে অনুরোধ করেছেন সাকিব। প্রিয় শিষ্যর সে ডাক উপেক্ষা করতে পারেননি সালাউদ্দীন।

আজই হায়দরাবাদ যাচ্ছেন সালাউদ্দীন। আইপিএলের বাকি অংশে টিম প্র্যাকটিসের বাইরে কোচ সালাউদ্দীনের অধীনে ব্যক্তিগত অনুশীলন করবেন সাকিব। সব কিছু ঠিক থাকলে তা আগামীকাল (রোববার) বাংলা নববর্ষের দিন থেকেই শুরু হবে।

প্রিয় শিষ্যকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করাতে আজ বিকেলে ঢাকা ছাড়ছেন সালাউদ্দীন। শনিবার বিকেল পাঁচটায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন সালাউদ্দীন। বাংলাদেশ সময় রাত দশটায় কলকাতা থেকে হায়দ্রাবাদের অভ্যন্তরীণ ফ্লাইটে চলে যাবেন হায়দ্রাবাদ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top