জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ৮ নারী ও শিশু নিহত

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:৩০, ১২-০৪-১৯

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ শিশু ৫ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে বগুড়া থেকে এমপি পরিবহন নামে একটি বাস জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশু ও ৫ নারী নিহত হন। আহত হন আরও ২১ জন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top