খুবিতে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন

বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ২১:৫৬, ১১-০৪-১৯

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে আজ ১১ এপ্রিল ২০১৯ খ্রি. তারিখ সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপনে গৃহীত দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৩০ চৈত্র-১৩ এপ্রিল মেলা (বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত), ঘুড়ি ও আল্পনা উৎসব, পুতুল নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান)। পহেলা বৈশাখ/১৪ এপ্রিল বর্ষ আবাহন সকাল ৬:৪৫ মিনিট, মেলা (সকাল ৬:৪৫ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত), সকাল ৭:৪৫ টায় শোভাযাত্রা (মেলা প্রাঙ্গন থেকে খুলনা বিশ্ববিদ্যালয় প্রধান ফটক এরপর শিববাড়ি মোড় থেকে রয়েলচত্বর), সাংস্কৃতিক অনুষ্ঠান (প্রথম পর্ব) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান (দ্বিতীয় পর্ব) বেলা ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিকশো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলায় ৮০টি স্টলের ব্যবস্থা থাকছে। এদিকে বাংলা নববর্ষ উদযাপনে খুবির চারুকলায় ব্যাপক প্রস্তুতি চলছে।

সভায় ডিনবৃন্দ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ও মেলা উদযাপন কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ কমিটির সদস্যবৃন্দ, কেএমপি, এনএসআই, ডিএসবিসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয় নিজস্ব সিকিউরিটি ও বিএনসিসি সদস্য নিয়োজিত রাখা এবং মেইন গেটে আর্চওয়ে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া পহেলা বৈশাখ/১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেলা চলাকালে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যান্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট এবং গল্লামারী পশ্চিমে লিনিয়র পার্ক মোড় থেকে সোনাডাঙ্গা বাইপাস ময়ূর ব্রিজ সংযোগ সড়কেও যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top