ইনজুরিতে মোস্তাফিজ, সতর্ক বিসিবি

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৮:৩১, ১১-০৪-১৯

আবারও ইনজুরির কবলে পড়েছেন মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে অনুশীলনের সময় বুধবার (১০ এপ্রিল) বাম পায়ের গোঁড়ালিতে ব্যথা পান টাইগার পেসার। সামনেই বিশ্বকাপ। তাই এ অবস্থায় মোস্তাফিজকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিসিবি।

তবে আশার কথা হলো এই ইনজুরি বেশি গুরুতর নয়। বিশ্বকাপেও খেলতে পারবেন। তবে মোস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেজন্যই তাকে দুই সপ্তাহের জন্য পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক্স-রে রিপোর্ট নিয়ে আসেন মেস্তাফিজ। এসময় বিসিবি’র চিকিৎসক জানান, ‘মোস্তাফিজের এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো আছে। আপাতত সে কিছুদিন বিশ্রামে থাকবে। আমরা একটু সাবধানে আগাবো। সে দুই সপ্তাহের বিশ্রামে থাকবে। এর মধ্যে তার পায়ের টেপ চেঞ্জ করা হবে। অন্য সময় হলে হয়তো আমরা কম সময় নিতাম। কিন্তু সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা তাই একটু বেশি সময় নিবো। সে গতকাল ওয়ার্ম আপে বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে।’

এর আগে গত বছর আইপিএলে খেলার সময় মোস্তাফিজ ইনজুরিতে পড়েছিলেন। এবার পড়লেন বিশ্বকাপের আগে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদের পর এবার ইনজুরির মিছিলে যোগ দিলেন মোস্তাফিজ। দলে এত ইনজুরির আঘাত নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top