ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৮:৩১, ১১-০৪-১৯
ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবরি মোঃ হুমায়ন কবির জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল বেসক্রিক এলাকায় ডুবে যাওয়া লঞ্চের ভিতর থেকে নিখোঁজ ক্রেন ড্রাইভার মোঃ শাহালমের (৪৫) মৃতদেহ উদ্ধার করে। শাহালম মোংলার জয়বাংলা এলাকার মোসলেম হোসেনের ছেলে।
এছাড়া ফায়ার সার্ভিসের অপর একটি দল পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় জুয়েল (৩৫) নামের এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে। জুয়েল ডুবে যাওয়া বার্জ এম,বি হারড্ডায় নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিল।
মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলের বেসক্রিকে লঞ্চ ও বার্জ ডুবে শাহালম, লতিফ, হেমায়েত ও জুয়েল নিখোঁজ হয়। দুর্ঘটনার পরদিন নিখোঁজ হিসেবে শুধু শাহালম, লতিফ ও হেমায়েতের নাম শোনা যায়।
পরবর্তীতে জুয়েলও নিখোঁজ ছিল বলে জানায় তার পরিবারের সদস্যরা। জুয়েল খুলনার লবণচোরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বাকী নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ উদ্ধার অভিযানে রয়েছে ফায়ার সার্ভিসের মোংলা, খুলনা ও বাগেরহাটের তিনটি ইউনিটসহ কোস্টগার্ড, নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ ও ষ্টিভিডরস মেসার্স খুলনা ট্রেডার্স।
এদিকে লঞ্চ ও বার্জ ডুবিতে নিখোঁজদের উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সুন্দরবনের হাড়বাড়িয়ার ৮ নম্বর বয়া এলাকার পশুর নদীর চর থেকে হাত-পা বাধা ও গলা কাটা অজ্ঞাতনামা এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।