সরকারি সেবার মান উন্নয়নে জনগণ ও সরকারকে এক হয়ে কাজ করতে হবে

বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ২২:০৫, ১১-০৪-১৯

রূপান্তরের অভিজ্ঞতা বিনিময় সম্মেলনে বক্তারা বলেন, সরকারের সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে সরকার ও জনগণ এক হয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সিটিজেন চার্টারের কথা উল্লেখ করে তাঁরা বলেন, প্রতিটি সরকারি কর্যালয়ে সিটিজেন চার্টার টাঙানোর কথা আছে, সেগুলি যথা স্থানে প্রদর্শন করলে জনগণ সে দপ্তরের সেবা সম্পর্কে জানতে পারবেন আবার জনগণেরও উচিৎ প্রকৃত তথ্য দিয়ে সরকারকে সহায়তা করা। সেবা দাতা এবং গ্রহীতার সাথে জানা-বোঝা ঠিক থাকলে সেবা পেতে সুবিধা হবে।

গতকাল ১১ এপ্রিল বুধবার সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে রূপান্তরের উদ্যোগে ও আর্ন্তজাতিক দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোম্মদ জাফর ইমাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, উক্ত সম্মেলনটি সঞ্চালনা করেন, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। খুলনা -১ , ২, ৩ নির্বাচনী এলাকার তৃণমূল মানুষের মতামতের ভিত্তিতে উঠে আসা বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের উপায়সমূহ নিয়ে সম্মেলনে আলোচনা হয়। আলোচনায় মাদক, অবৈধ দখল, সামাজিক সুরক্ষা সেবা, নারী ও শিশু নির্যাতন, নিরাপদ সড়ক,, অবকাঠামো আইন না মেনে ভবন নির্মানসহ বিভিন্ন সমস্যার কথা বক্তাদের আলোচনায় স্থান পায়।

আলোচনায় অংশ নেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসাহেব আলী, সাংবাদিক কৌাশক দে, সোহরাব হোসেন, আ’লীগ নেতা জোবায়ের আহমেদ খান, বিএনপি নেতা মেহেদি হাসান দিপু, নারীনেত্রী শামিমা সুলতানা শিলু, মর্জিনা বেগম, এ্যাড.মমিনুল ইসলাম, এ্যাড. কুদরত-ই খুদা প্রমুখ ।

সম্মেলনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র,শিক্ষক, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেন। ডিআই-এর প্রতিনিধি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র ডিভিশনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়া ও রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াৎ হাসান ও রূপান্তরের প্রোগ্রাম ক্যাম্পেইন কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাস।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top