শিক্ষা বিস্তারের প্ল্যাটফর্ম হচ্ছে পার্লামেন্ট

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২০:৫৭, ১০-০৪-১৯

জাতীয় সংসদের তরুণ এমপি শেখ তন্ময় বলেছেন, সারা বিশ্বে শিক্ষা বিস্তারের প্ল্যাটফর্ম হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টের সদস্যরা যুগোপযোগী আইন প্রনয়নের মাধ্যমে শিক্ষার প্রসারে কাজ করে থাকেন।

বুধবার কাতারের দোহায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)- এর ১৪০তম অ্যাসেম্বলিতে ‘পার্লামেন্ট অ্যাজ প্ল্যাটফর্ম টু এনহ্যান্স অ্যাডুকেশন ফর পিস, সিকিউরিটি অ্যান্ড দ্য রুল অব ল’ বিষয়ক জেনারেল ডিবেটে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এবারই আইপিইউ প্রথমবারের মত তরুণ এমপিদের জেনারেল ডিবেটে আলোচনার সুযোগ দেয়।

তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ তথা শিক্ষায় বিনিয়োগ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গড়তে সাহায্য করবে।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য মো. আবদুস সোবহান মিয়া এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এরইমধ্যে এমডিজি অর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় এসডিজি অর্জনেও সক্ষম হবে। ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতিসংঘ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, সবার জন্য শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নসহ সব ক্ষেত্রে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ উন্নয়ন সাধন করেছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top