বিএসইসিতে বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০:৩১, ০৯-০৪-১৯

বেশ কিছুদিন ধরে দেশের পুঁজিবাজারের নাজুক অবস্থা বিরাজ করছে। প্রায় প্রতিদিনই সূচক কমছে। পাশাপাশি কমছে লেনদেনও। আর এই অবস্থায় স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৈঠকে বসেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, বৈঠককে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে। বাজার কিভাবে স্থিতিশীল রাখা যায় সেসব বিষয়ে বৈঠকের আলোচনা চলছে।

এদিকে, বাজার পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সকালে ঢাকা স্টক এক্সেচেঞ্জে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাজারে স্বাভাবিক গতি ফেরাতে বিভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে। এর মধ্যে গত বছরের শেষ দিকে অর্থমন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে পাঠানো প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নের দাবী উঠেছে। একই সঙ্গে বাজারে মান সম্মত আইপিও অনুমোদন দেয়ার দাবী তোলা হয়েছে বলে ডিবিএ সংবাদ সম্মেলনে জানিয়েছে। মানসম্মত আইপিও বাজারে আসার মাধ্যমে নতুন নতুন বিনিয়োগকারী বাজারে আসবে। এতে বাজারে টার্নওভার বাড়বে। বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। যার স্থিতিশীল বাজারে সহায়ক হবে বলে মনে করছেন স্টেক হোল্ডাররা।

এছাড়া তারল্য সংকট লাঘবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানভিত্তিক ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের নিজস্ব সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ সম্পর্কে বিএমবিএ সভাপতি মোঃ নাছির চৌধুরী বলেন, বিভিন্ন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যেসব ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক কাজ করছে, তারা অনেক সময় মূল ব্যাংক থেকে টাকা ধার নিয়ে বিনিয়োগ করে। কিন্তু সিঙ্গেল পার্টি এক্সপোজারসহ নানা সীমাবদ্ধতার কারণে তাদেরকে সমস্যায় পড়তে হয়। এমন অবস্থায় প্রতিষ্ঠানগুলো যদি সহজেই বন্ড ইস্যু করতে পারে এবং ওই বন্ডকে মূল ব্যাংকের এক্সপোজারের বাইরে রাখা হয়, তাহলে তাদের বিনিয়োগ সক্ষমতা বাড়বে। এই বিষয়ে সহায়তা করার জন্য শিগগিরই তারা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন।

সূত্র জানিয়েছেন, আলোচিত বিষয় ছাড়াও বাড়ারে দীর্ঘ মেয়াদী স্থিতিশীলতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর এসব বিষয় নিয়ে নিয়ন্ত্রক সংস্থা গণমাধ্যমের মাধ্যমে বাজার স্থিতিশীলতায় করনীয় পদক্ষেপ সম্পর্কে জানানোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top