ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০:২৫, ০৯-০৪-১৯
তৈরি পোশাক খাত ও কৃষিজাত পণ্যের রপ্তানি আয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করলেও দিন দিন বাজার হারাচ্ছে চামড়া, পাট, হোম টেক্সটাইল ও জাহাজ, নৌকা এবং ভাসমান অবকাঠামো শিল্পের পণ্য রপ্তানি। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা জাহাজ নির্মাণে ব্যবহৃত পণ্য রপ্তানিতে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রপ্তানি আয়ের মোট লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮৮২ কোটি ৮০ লাখ ডলার। সেখানে গত ৯ মাসেই অর্জন হয়েছে ৩ হাজার ৯০ কোটি ডলার। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২০ শতাংশ বেশি। এছাড়া গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৫৭ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি হয়েছিল ২ হাজার ৭৪৫ কোটি ডলারের পণ্য।
এবার রপ্তানি শিল্পের শীর্ষ সাত পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল রপ্তানি কমে গেছে। অন্যদিকে কৃষিজাত পণ্যে প্রবৃদ্ধি অর্জন করেছে ৫৩ শতাংশ। আর শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।
তবে রপ্তানিতে ভয়াবহ ধস নেমেছে জাহাজ, নৌকা এবং ভাসমান অবকাঠামো শিল্প রপ্তানিতে। এ খাতে ২০১৭-১৮ অর্থবছরে জাহাজ নির্মাণ পণ্য রপ্তানি করে ৩ কোটি ডলার আয় হলেও চলতি অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৬ লাখ ডলারে।
চলতি অর্থবছরে প্রথম নয় মাসে ২ কোটি ২১ লাখ ডলারের জাহাজ নির্মাণসামগ্রী রপ্তানির লক্ষ্য থাকেলেও তার পূরণ হয়নি। আলোচ্য সময়ে এই খাত থেকে আয় হয়েছে ৪৬ লাখ ডলার। ফলে এই খাতে প্রবৃদ্ধি কমেছে ৭৯ দশমিক ১৩ শতাংশ।