রানা প্লাজার সোহেল রানার জামিন আবেদন খারিজ

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:০৬, ০৯-০৪-১৯

ভবন নির্মাণ সংক্রান্ত দুদকের এক মামলায় রাজধানীর অদূরে সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ছয় মাসের মধ্যে এ মামলার বিচার সম্পন্ন করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন। এ মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল ডিসচার্জ (খারিজ) করে মঙ্গলবার (০৯ এপ্রিল) রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী।

পরে আমিন উদ্দিন মানিক জানান, ২০১৬ সনের ৯ মে হাইকোর্ট এই মামলায়  তার জামিন কেন দেয়া হবে না- মর্মে রুল দিয়েছিলেন। আজ সেই রুল ডিসচার্জ করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে ছয় মাসের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন।

আমিন উদ্দিন মানিক আরও জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে  ১ হাজার ১৩৫ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার। রানা প্লাজার ভবনটি অনিয়মের মাধ্যমে ৬ তলা থেকে ১০ তলা করা হয়। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে পরের বছরের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এসএম মফিদুল ইসলাম সাভার মডেল থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।  ওই বছরের ১৬ জুলাই ভবন মালিক রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top