ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২১:০০, ০৯-০৪-১৯
‘ও মেয়ে তোর স্টাইল দেখে হার্টবিট বেরে যায়’ শিরোনামের একটি গানটিসহ ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের মোট তিনটি গানের শুটিং হবে তুরস্কে। এ গান তিনটিতে আংশ নিতে দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলিকে নিয়ে তূর্কি যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ২২ এপ্রিল তারা তুরস্কের উদ্দেশ্যে রওনা দিবেন বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, ২২ এপ্রিল তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবেন ‘পাসওয়ার্ড’ টিম। সেখানে মোট দশ দিনে তিনটি গানের শুটংয়ে অংশ নিবেন শাকিব খান ও বুবলি। ‘ও মেয়ে তোর স্টাইল দেখে হার্টবিট বেরে যায়’ গানটির কথা লিখেছেন সুদিপ কুমার দ্বীপ। সওকত আলী ইমনের সুর ও সঙ্গীত আয়োজনে গানটির কণ্ঠ এ সময়ের শ্রোতাপ্রিয় গায়ক ইমরানের।
গুণী নির্মাতা মালেক আফসারীর পরিচালনায় ‘পাসওয়ার্ড’র শুটিং শুরু হয়েছে গত ১ মার্চ। এরই মধ্যে চলচ্চিত্রটির ৭০ ভাগেরও বেশি কাজ সম্পর্ণ হয়েছে। শাকিব খান-বুবলী ছাড়া চলচ্চিত্রটিতে আরো আভিনয় করছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান প্রমুখ। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটি।