ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৯:১২, ০৮-০৪-১৯
ডানহাতি ব্যাটসম্যান রকিবুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরে বল হাতে স্পিন ঘূর্ণির পসরা সাজিয়ে প্রাইম ব্যাংকের সর্বনাশ করেন সোহাগ গাজী ও মোহাম্মদ আশরাফুল। বৃষ্টি হানা সত্ত্বেও তাই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩৩ রানে (বৃষ্টি আইনে) হারিয়ে দেয় মোহামেডান।
সোমবার (০৮ এপ্রিল) সাভারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মোহামেডানের ছুড়ে দেওয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট পতনে বিপাকে পড়ে যায় প্রাইম ব্যাংক। দলীয় সর্বোচ্চ ২৮ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে।
মাত্র ১৫০ রানেই ৯ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে থাকে প্রাইম ব্যাংক। এরপরই বৃষ্টি বাগড়ায় খেলায় অনেকটা সময় বিরতি। শেষে বৃষ্টি আইনেই ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় মোহামেডানকে। বল হাতে ৪ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের মূল সর্বনাশ করেন সোহাগ গাজী। ৩ উইকেট ঝুলিতে পুরেন আশরাফুল।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল মোহামেডান। দলকে সেখান থেকে টেনে তুলেন রকিবুল হাসান ও রজত ভাটিয়া। ৬০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে রজত বিদায় নিলেও দলকে বড় সংগ্রহের দ্বারপ্রান্তে নিয়ে থামেন রকিবুল। তার ১০৪ বলে ১০২ রানের ইনিংসটি ১১টি চার ও ১ ছকায় সাজানো। বলার মতো রান পান ওপেনার লিটন দাস (৩৬) ও সোহাগ গাজীও (১৪ বলে ৩৩ রান)।
বল হাতে প্রাইম ব্যাংকের আল-আমিন হোসেন, মনির হোসেন, নাঈম হাসান, আব্দুর রাজ্জাক ২টি করে উইকেট নেন।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান।
এই জয়ে ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে মোহামেডান। আর ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে প্রাইম ব্যাংক।